রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মার্কেটে মার্কেটে আলোকসজ্জা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৬, ১৬ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে মার্কেটে মার্কেটে আলোকসজ্জা

মার্কেটগুলোতে আলোকসজ্জা

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে শহরের মার্কেটগুলোতে ক্রেতা আকর্ষণের জন্য আলোকসজ্জা করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় মার্কেটগুলোতে ঘুরে দেখা যায় দোকানগুলোতে সাজসজ্জা ও পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা ক্রেতাদের আকর্ষণ করতে দোকানগুলোকে সাজানো হয়েছে বির্ণিল সাজে। 

এছাড়াও মার্কেটগুলোর বাইরে মরিচাবাতিসহ নানা রঙের বাতি ব্যবহার করে আলোকসজ্জা করা হয়েছে। মার্কেটের সামনের রাস্তা ও প্রবেশপথ গুলোতেও সাজসজ্জা করা হয়েছে। 

ব্যাবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ক্রেতারা মার্কেটে ভীড় করতে শুরু করেছেন। সেজন্যই সাজসজ্জা করা হয়েছে। এর ফলে ক্রেতারা মার্কেটে আসলে ঈদের আমেজ অনুভব করতে পারবেন।