
সংগৃহীত
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টের গতি কমেছে। শুরুতে যৌথ বাহিনীকে বেশ সক্রিয় দেখা গেলেও বর্তমানে অভিযানের গতিতে ভাটা পড়েছে। সেই সুযোগে আওয়ামী লীগের বহু সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শহরে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। অপারেশনের শুরু দিকে নারায়ণগঞ্জে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ বাহিনীকে বেশ সক্রিয় দেখা গেছে। এসময় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
ফেব্রুয়ারির শেষের দিক থেকেই অপারেশন ডেভিল হান্টের গতিতে ভাটা পড়তে থাকে। অভিযানে গ্রেপ্তার কমে যায় এসময়। দীর্ঘদিন যাবৎ এ অভিযান চললেও এখনও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ কোন নেতাকেই গ্রেপ্তার করতে পারেনি যৌথ বাহিনী।
এদিকে ডেভিল হান্টের গতিতে ভাটা পড়ার পর থেকে আবারও প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের। শহরে দিনে দুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। এসকল নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধেই সন্ত্রাসী কার্যক্রম জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, প্রশাসন কেন দ্রুত আওয়ামীলীগের ফ্যাসিস্ট দোসরদের ছাড় দিচ্ছে আমরা বুঝতে পারছিনা। দ্রুত সকল অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাই।