
উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত করতে শহরজুড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৬ মার্চ) শহরের চাষাঢ়া মোড়, শায়েস্তা খান সড়ক, বিবি সড়ক, মীর জুমলা রোড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে কয়েকজন দোকান মালিককে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
তিনি জানান, শহরের যানজট নিরসন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ ও নগরীর পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে সড়ক দখল ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।