বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যানজট, মানুষ গাড়িতে উঠেই গালি দেয় 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৭, ২৬ মার্চ ২০২৫

যানজট, মানুষ গাড়িতে উঠেই গালি দেয় 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, যানজট নিয়ে রোজ আমি মানুষের গালি খাই। মানুষ গাড়িতে উঠেই এসপি ও পুলিশকে গালি দেয়। এটা যেন না থাকে, সবাই যেন মেট্রোতে যাতায়াত করতে পারে সেটাই প্রত্যাশা করছি।

বুধবার (২৬ মার্চ) ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ যদি বাংলাদেশে না হয়ে ইউরোপের কোন দেশ হলে এতদিনে এখানে ভাঙাচোরা ট্রেন না এসে হয় পাতাল ট্রেন আসতো নয়তো মেট্রোরেল আসতো। 

আমরা হয়ত থাকবো না। আমি আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে এখানে মেট্রোরেল চালু হবে। নারায়ণগঞ্জের মানুষ সহজেই ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাতায়াত করতে পারবে।