
ফাইল ছবি
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আজ আমরা নতুন কমিউটার ট্রেন পেয়েছি। আপনাদের কাছে মনে হচ্ছে ট্রেনের চাকচিক্য আরও বেশি হলে ভাল হত। এ ট্রেনটি বাংলাদেশে তৈরি। আমরা আমাদের শিল্পের বিকাশ ঘটাতে চাই। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।
বুধবার (২৬ মার্চ) ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আগের ট্রেনে আটটি বগি ছিল। নতুন ট্রেনে এগারোটি বগি রয়েছে। আগে ৩৮২ জন যাত্রী নিতে পারত এখন ৫৯২ জন যাত্রী নিতে পারবে। এছাড়াও একসাথে ১১৭৬ জন যাত্রী একসাথে নিতে পারবে। এ ট্রেনে প্রথম থেকে শেষ বগি পর্যন্ত হেটে যেতে পারবেন। এ ট্রেনে বসে ও দাঁড়িয়ে যাওয়ার ব্যাবস্থা ও নিরাপত্তা রয়েছে।
আমি অনুরোধ করবো রেলওয়ে বিভাগ যেন নারায়ণগঞ্জের দিকে নজর দেয়। আমরা আশা করি আপনাদের সকলের সহায়তা পেলে এ জেলাকে বিশেষ জেলা হিসেবে আমরা রুপান্তরিত করতে পারবো।