মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা বাংলাদেশের বীর সন্তান : সিভিল সার্জন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫২, ২৬ মার্চ ২০২৫

আপনারা বাংলাদেশের বীর সন্তান : সিভিল সার্জন 

ডা. মশিউর রহমান

নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেছেন, আপনারা বাংলাদেশের বীর সন্তান। আমি আপনাদের সালাম জানাই।

বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু বারবার এই গৌরবোজ্জ্বল মুক্তিযোদ্ধারা কোন দলের আনুকূল্যে গেলে বা কোন ব্র্যান্ডেড হয়ে গেলে সমস্যা হয়। অনেক মুক্তিযোদ্ধারাই এত বছর যথাযথ সম্মান পায়নি। 

তিনি আরো বলেন, আমরা বলতে চাই দেশটা কারও বাবার না। আমরা সবাই একসাথে এ দেশকে এগিয়ে নেবো। আমরা সবাই মিলেমিশে এখানে থাকবো এটাই আমাদের আশা।