
প্রত্যুষ কুমার মজুমদার
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আর হয়ত পাঁচ বা দশ বছর পরে এ অনুষ্ঠানটা চাইলেও হবে না। কারণ তাদের অনেকেরই বৃদ্ধ বয়স, আমরা হয়ত তাদের আর পাবো না। আমরা যেন মুক্তিযোদ্ধাদের অসম্মান না করি।
বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জের জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার একটাই চাওয়া৷ শুধু মুক্তিযোদ্ধা না, আমরা যেন বয়স্ক সকলকেই সম্মান করি। তাদের বোঝা মনে না করি।
তিনি আরো বলেন, আর যে কয়টা দিন আছে এ বাংলার বুকে যেন আমরা আর না দেখি যে মুক্তিযোদ্ধাদের নিয়ে নোংরা খেলা হচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান।