
ঈদ সামগ্রী বিতরন
নারায়নগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের চারশ গরীব শিক্ষার্থীর মধ্যে ঈদুলফিতরউপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
বিদ্যানিকেতনট্রাস্টেরতিনলাখটাকার অর্থায়নেপ্রতিটিশিক্ষার্থীকে ঈদ উপলক্ষে সেমাই,পোলাউরচাউল,খিচুরিরচাউল,মুগডাল,সয়াবিন তেল ,চিনি ও দুধ দেয়া হয়। স্কুলেরমাঠেঅনুষ্ঠিতঈদ সামগ্রীবিতরনঅনুষ্ঠানেউপস্থিত ছিলেন বিদ্যানিকেতনট্রাষ্টেরসদস্য ও বাংলাদেশ হোসিয়ারীএসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদ্,ুট্রাস্ট সদস্য এবংসুপ্রিম কোর্টেও ডেপুটিএটর্নি জেনারেলব্যরিষ্টার মেহেদীহাসান,ট্রাস্টেরসিনিয়রভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জসাংবাদিকইউনিয়নেরসভাপতিআবদুসসালাম,ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধনসাহা,ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,সাবেকপিপি ও ট্রাস্ট সদস্য এডভোকেটনবী হোসেন,মনির হোসেনখান,ফয়সালআজিজতুষার,মাহবুবুররহমান,প্রধানশিক্ষকউত্তমকুমারসাহাপ্রমুখ।এছাড়াও স্কুলেরশিক্ষার্থীদেরপবিত্রমাহেরমজানউপলক্ষেআয়োজিত কোরানশিক্ষার্থীদেরমধ্যে কোরান তেলোয়াত,হামদ ও নাতপ্রতিযোগিতায়বিজয়ীদেরমধ্যে পুরস্কার হিসেবেনহদ অর্থ প্রদানকরাহয়েছে।