মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদ্যানিকেতন স্কুলে চারশ শিক্ষার্থীর মধ্যে ঈদেরউপহারসামগ্রীপ্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ২৮ মার্চ ২০২৫

বিদ্যানিকেতন স্কুলে চারশ শিক্ষার্থীর মধ্যে ঈদেরউপহারসামগ্রীপ্রদান

ঈদ সামগ্রী বিতরন

নারায়নগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের চারশ গরীব শিক্ষার্থীর মধ্যে ঈদুলফিতরউপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

বিদ্যানিকেতনট্রাস্টেরতিনলাখটাকার অর্থায়নেপ্রতিটিশিক্ষার্থীকে ঈদ উপলক্ষে সেমাই,পোলাউরচাউল,খিচুরিরচাউল,মুগডাল,সয়াবিন তেল ,চিনি ও দুধ দেয়া হয়। স্কুলেরমাঠেঅনুষ্ঠিতঈদ সামগ্রীবিতরনঅনুষ্ঠানেউপস্থিত ছিলেন বিদ্যানিকেতনট্রাষ্টেরসদস্য ও বাংলাদেশ হোসিয়ারীএসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদ্,ুট্রাস্ট সদস্য এবংসুপ্রিম কোর্টেও ডেপুটিএটর্নি জেনারেলব্যরিষ্টার মেহেদীহাসান,ট্রাস্টেরসিনিয়রভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জসাংবাদিকইউনিয়নেরসভাপতিআবদুসসালাম,ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধনসাহা,ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,সাবেকপিপি ও ট্রাস্ট সদস্য এডভোকেটনবী হোসেন,মনির হোসেনখান,ফয়সালআজিজতুষার,মাহবুবুররহমান,প্রধানশিক্ষকউত্তমকুমারসাহাপ্রমুখ।এছাড়াও স্কুলেরশিক্ষার্থীদেরপবিত্রমাহেরমজানউপলক্ষেআয়োজিত কোরানশিক্ষার্থীদেরমধ্যে কোরান তেলোয়াত,হামদ ও নাতপ্রতিযোগিতায়বিজয়ীদেরমধ্যে পুরস্কার হিসেবেনহদ অর্থ প্রদানকরাহয়েছে।