মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে র‌্যাবের টহল-তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৭, ২৮ মার্চ ২০২৫

ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে র‌্যাবের টহল-তল্লাশি

ফাইল ছবি

ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে নারায়ণগঞ্জে মহাসড়ক গুলোতে টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পাশে চেকপোস্টে তল্লাশির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র‌্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই বা ডাকাতির কবলে না পড়ে, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে র‌্যাব নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

এবারের ঈদযাত্রা মানুষের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাবের এই কার্যক্রম শুরুর পর থেকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রয়েছে। মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।