
মসজিদ প্রাঙ্গণ ছাপিয়ে মূল সড়কেও মুসল্লীদের নামাজ আদায়
নারায়ণগঞ্জে জুমাতুল বিদায় মসজিদগুলোতে মুসুল্লিদের ঢল দেখা গেছে। এসময় মসজিদ প্রাঙ্গণ ছাপিয়ে মূল সড়কেও মুসল্লীদের নামাজ আদায় করতে দেখা গেছে। জুমার নামাজের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর উপর চলমান নির্যাতন থেকে নাজাতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে মসজিদ গুলোতে।
এছাড়াও রমজানের শেষ জুমায় নামাজের পর নারায়ণগঞ্জের কবরস্থানগুলোতে স্বজনদের কবর জিয়ারত করতে আসা মুসল্লীদেরও ভিড় দেখা গেছে।
শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের সময় শহরের চাষাঢ়া বায়তুল আমান, ডিআইটি মসজিদ, মাসদাইর সিটি করপোরেশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় কবরস্থান এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
শুক্রবার দুপুর বারোটার পর থেকেই জুমার নামাজের বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন ধর্মপ্রাণ মুসলমানেরা। প্রতিটি মসজিদে রমজান মাসের গুরুত্ব, ঈদ উল ফিতর ও জুমাতুল বিদা নিয়ে বিশেষ বয়ান করা হয়। অন্যান্য সময়ের চেয়ে এদিন মসজিদে মুসল্লীদের ভীড় বেশি দেখা গেছে।
নামাজ শুরু আগেই চাষাঢ়া নূর মসজিদ, ডিআইটি মসজিদ, রেললাইন মসজিদসহ বিভিন্ন মসজিদে নামাজের সারি মসজিদ পেরিয়ে মূল সড়কে চলে যায়। তীব্র গরমের মধ্যে রোজা অবস্থায় সড়কেই নামাজ আদায় করেন মুসল্লীরা।
শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা ফাহিম জানান, আজ রমজানের শেষ জুমার দিন। আবার এক বছর পরে রমজান আসবে। রমজানের শেষ জুমা হওয়ায় আজ ভীড় বেশি। আজ মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ দোয়া হবে।
এদিকে জুমার নামাজের পর নারায়ণগঞ্জের কবরস্থানগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল দেখা গেছে। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে এসেছেন তারা। এসময় প্রত্যেকে তাদের পরিবারের প্রয়াত সদস্যদের জন্য বিশেষ দোয়া ও জান্নাত লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা।