
ঈদ সামগ্রী উপহার প্রদান
সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য তার দরজা সব সময় খোলা ছিল,আছে এবং থাকবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার শহীদ পরিবারদের ঈদ সামগ্রী উপহার প্রদানের সময় তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের জাতি হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।’
শনিবার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পঁচিশ জন শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দেন জেলা প্রশাসক।
জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের বীর সন্তানরা ১৯৫২ সালে ও ১৯৭১ সালে যেভাবে সাহসের সাথে লড়াই করেছিলেন,তারা একইভাবে ২০২৪ সালে জুলাই বিপ্লবে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধদের মতো আপনাদের যে বীর সন্তানরা শহীদ হয়েছেন তাদের জাতি হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।’
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।’
নারায়ণগঞ্জ জেলার প্রথম শহীদ কিশোর আদিলের মাতা আয়েশা আক্তার বলেন, ‘আগেও ডিসি স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি খুবই ভালো মানুষ। আমাদের পক্ষে কথা বলছেন। আমাদের শহীদ পরিবারদের কল্যানে কাজ করছেন। উনি আগামীতেও আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
আমরা খুবই খুশি।’
শহীদ কিশোর আদিলের পিতা মো. আবুল কালাম আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি আমার আদরের ছেলেকে তো ফিরে পাবো না। কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে ঈদের আগে যেভাবে ডেকে নিয়ে আমাদের সাথে বসে ইফতার করলেন,তাতে কিছুটা হলেও আমাদের কষ্ট দূর হবে। জেলা প্রশাসকে কথা শুনে মনে হলো উনি অনেক ভালো মানুষ এবং শহীদ পরিবারের প্রতি খুবই আন্তরিক।’
শহীদ পরিবারদের জন্য প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটে চাল, লাচ্ছা সেমাই, সয়াবিন তেল,ডাল, লবন, নুডলস, গুড়া দুধের প্যাকেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।