
প্রতীকী ছবি
ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। ঈদে সবগুলো বিনোদন কেন্দ্রেই ব্যাপক ভিড় হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
রোববার (৩০ মার্চ) বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জের আলোচিত বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, এ্যাডভেঞ্চার ল্যান্ড, সিটি পার্ক। এ ছাড়াও উপজেলা গুলোতে রয়েছে বিভিন্ন পার্ক। প্রায় প্রতিটি পার্কেই ধুয়ে মুছে আলোকসজ্জা করে প্রস্তুত করা হয়েছে। ঈদের বাড়তি চাপ সামলাতে অধিকাংশ পার্কগুলোতে অতিরিক্ত লোকবল নেয়া হয়েছে।
চৌরঙ্গী পার্কের মালিক সাত্তার জানান, আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে পার্ককে সাজানো হয়েছে। বাড়তি ভিড় ও যানজট নিরসনে এবং পার্কের শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া হয়েছে। আলোকসজ্জাও করা হয়েছে। শহরে ইট পাথরের দেয়াল থেকে ঈদে আমাদের সন্তানরা একটু খেলার যায়গা, ঘুরার যায়গা ও আলো বাতাস চায়। তাই তাদের কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। লাখো দর্শনার্থীর প্রত্যাশা আমাদের।