
ফাইল ছবি
নারায়ণগঞ্জের প্রায় ৪ হাজার মসজিদে ও ২৫ টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
রোববার (৩০ মার্চ) নারায়ণগঞ্জের ঈদের জামাতের এ তথ্য জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন।
তিনি জানান, প্রতি বছরের মত এবারও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।
ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
এ ছাড়াও জেলার প্রায় ২৫ টি ঈদগাহ ময়দানে ও প্রায় ৪ হাজার মসজিদে প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।