বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেষ মুহুর্তে ঈদ প্রস্তুতিতে বাজার ও মার্কেটে শহরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৫, ৩০ মার্চ ২০২৫

শেষ মুহুর্তে ঈদ প্রস্তুতিতে বাজার ও মার্কেটে শহরবাসী

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে চলছে শেষ মুহুর্তের কেনাকাটা। শহরের বিপনি-বিতান থেকে শুরু করে কাঁচা বাজার পর্যন্ত সর্বত্র ক্রেতাদের ভীড় দেখা গেছে।

এদিকে মার্কেট ও বাজারে ক্রেতাদের ব্যাপক ভীড় থাকলেও পন্যের দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

রোববার (৩০ মার্চ) শহরের কালিরবাজার, দ্বিগুবাবুর বাজার এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

শহরের মার্কেট গুলোতে এদিন ক্রেতাদের ব্যাপক ভীড় দেখা গেছে। মার্কেটে আসা বেশিরভাগ মানুষ জানান, ঈদের কেনাকাটা প্রায় শেষ। শেষ মুহুর্তের টুকটাক কেনাকাট করতে মার্কেটে এসেছে তারা।

মার্কেটের দোকানদারেরা জানান, ঈদের বেচাকেনা পুরেদমে চলছে। এখনও ক্রেতারা আসছেন মার্কেটে। তাদের পছন্দের পোষাক কিনছেন তারা। ঈদের শেষ সময় হওয়ার শহরের বিভিন্ন মার্কেটে ও পোষাকের শেরুমে মূল্য ছাড় দিতে দেখা গেছে।

একই দৃশ্য শহরের খাদ্য পন্যের বাজারে। ঈদের বাজার করতে মানুষের ভীড় এসকল বাজারে। তবে বিগত সময়ের তুলনায় দ্রব্যমূল্য নিয়ে বাজার করতে আসা ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।

বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজি ও মাংসের দাম ছাড়া বাকি সকল পন্যের দামই সহনীয় পর্যায়ে রয়েছে।

বাজার করতে আসা আসাদুর রহমান তুহীন জানান, ঈদের জন্য বাজার করতে এসেছি। বিগত বছরগুলোর তুলনায় এবছর খাদ্য পন্যের দাম কিছুটা কম।