
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
এদিকে ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে নানামুখী কার্যক্রমের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এছাড়াও ঈদের জামাতের সময় মুসল্লীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও ঈদগাহ মাঠে শৃঙ্খলা বজায় রাখতে ২০ জন রোভার স্কাউট ও ২০ জন মাদ্রাসার স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঈদকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছে। বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।