
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরে মাঠ চষে বেড়াবেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঈদের পর রাজনীতির মাঠ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠতে পারে৷ সেই সাথে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই মাঠ গেছাতে শুরু করেছেন এসকল রাজনৈতিক দলের নেতারা।
ঈদের সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নানা সামাজিক কর্মসূচির আয়োজন করেছে জামায়াত ও বিএনপি।
জেলাজুড়ে ঈদের সময় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও নিজ নিজ এলাকায় জনগণের সাথেও মতবিনিময় করবেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
এছাড়াও ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভাগুলোতে গুরুত্ব পাবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি। ঈদের সময় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ৩১ দফার বার্তা জনগণের মাঝে পৌঁছে দেয়া নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম উদ্দ্যেশ্য হবে।
অন্যদিকে ঈদে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনগণের আস্থা অর্জনে নানামুখী কার্যক্রম নিয়েছে জামায়াতে ইসলামী। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের কাছে গ্রহনযোগ্যতা বৃদ্ধি ও দলের অবস্থান নিশ্চিত করতে কাজ করবে জামায়াত।