
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে ঈদ কার্ডের প্রচলন এখন আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও ঈদ কার্ডের আদলে ডিজিটাল ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে মানুষ।
দশ-পনেরো বছর আগেও ঈদ উল ফিতরের সময় শহরের মোড়ে মোড়ে দেখা মিলত ঈদের কার্ডের অস্থায়ী দোকানের। এসকল দোকানে বাহারি রকমের কার্ড বিক্রি হত।
ঈদ আসলেই মানুষ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এসকল ঈদ কার্ড ক্রয় করত। নাম লিখে ঈদের আগে প্রিয়জনকে ঈদের কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতো অনেকেই। তবে এখন সেই প্রচলন আর নেই।
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। অনেকে আবার ঈদ কার্ডের আদলে ফটোশপের মাধ্যমে ডিজিটাে কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন।
এবিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তাজিব হাসান জানান, স্কুলে থাকতে আমরা ঈদ আসলেই ঈদ কার্ড ক্রয় করতাম। কার্ডের দোকানে সেসময় লম্বা ভীড় হত। বেছে পছেন্দের কার্ড কিনতাম। তবে এখন আর সেসব নেই। সব এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে।