
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে শহরের ফুডজোন গুলোতে নানা রকম আয়োজন চলছে। ঈদকে কেন্দ্র করে এসকল ফুডজোনের দোকানগুলোতে সাজসজ্জা করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) শহরের খানপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসকল এলাকায় রমজান মাসের বিরতির পর সড়কের ফুডকোর্ট ও অস্থায়ী দোকানগুলো আবারও পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। ঈদের আমেজ আনতে সাজানো হচ্ছে এসকল দোকান। এছাড়াও করা হচ্ছে আকর্ষণীয় আলোকসজ্জা।
ঈদ উপলক্ষে এসকল দোকানে নানা রকমের প্যাকেজ ও মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। দোকানে ক্রেতাদের আকর্ষিত করতে নতুন নতুন খাবারের আইটেম তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রত্যেকে যার যার অবস্থান অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন।
শহরের রাসেল পার্কের মোমোর ফুডকোর্টের মালিক রাহিম জানান, রোজার সময় মানুষ আসেনা বেশি একটা। এজন্য রমজান মাসে দোকান বন্ধ রেখেছিলাম। এখন ঈদ উপলক্ষে আবারও দোকান চালু করছি। ঈদে ক্রেতাদের অনেক ভীড় হয়।