
হচ্ছে ঈদ উল ফিতর
নারায়ণগঞ্জে আনন্দ উৎসবের আমেজের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। জাতি গোত্র ধনী গরীব নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ এক কাতারে ঈদের নামাজ আদায় করেছে। ঈদগাহে বাবা, দাদার সাথে ঈদের নামাজ পড়তে আসা শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মত।
সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় এ দৃশ্য দেখা গেছে।
এসময় ঈদগাহে বাবা ও দাদার সাথে নামাজ আদায় করতে আসা শিশুদের মাঝে ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মত। ঈদ উপলক্ষে নতুন জামা পড়ে পরিপাটি হয়ে ঈদগাহে এসেছেন এসকল শিশুরা।
ঈদগাহে নামার পড়তে আসা পাঁচ বছরের শিশু মোস্তাকিম ঈদগাহে নামাজ আদায় করতে এসেছেন দাদার সাথে। তিনি জানান, ঈদের নতুন জামা পড়েছি। দাদুর সাথে ঈদগাহে এসেছি নামাজ পড়তে।
মোস্তাকিমের দাদা আনোয়ার জানান, ঈদের দিন আনন্দের দিন। শিশুদের জন্য এ দিনটি বিশেষ আনন্দের। তাই নাতিকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে এসেছি।