
মেলার দোকানে খেলনা, বেলুন কিনতে ভীড়
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় অস্থায়ী মেলা বসেছে। মেলায় নামাজ পড়তে আসা শিশুদের ভীড় দেখা গেছে।
সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় এ দৃশ্য দেখা গেছে।
ঈদের নামাজ শেষে মেলার দোকানে খেলনা, বেলুন কিনতে ভীড় করেন শিশুরা। আনন্দের এই দিনে শিশুদের বায়না পূরণ করতে তাদের এসকল দোকান থেকে নানা রকমের খেলনা কিনে দেন বাবা, দাদাসহ পরিবারের সদস্যরা।
মেলার বেলুন বিক্রি করতে আসা নবী হোসেন জানান, ঈদের দিন বাচ্চারা বেলুন, খেলনা কেনে। বেচাকেনা ভাল হয়। তাই নামাজের সময় এখানে আসি। নামাজ আদায় করে একানে এসে বসেছি।