বুধবার, ০২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৪ হাজার মসজিদ ও ২৫ ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৬, ৩১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ৪ হাজার মসজিদ ও ২৫ ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ঈদের জামাত

নারায়ণগঞ্জের প্রায় ৪ হাজার মসজিদে ও ২৫ টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের ঈদের জামাতের এ তথ্য জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন।

তিনি জানান, প্রতি বছরের মত এবারও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতটি হয় সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায়।

ঈদের প্রথম জামাতে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

এ ছাড়াও জেলার প্রায় ২৫ টি ঈদগাহ ময়দানে ও প্রায় ৪ হাজার মসজিদে প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।