বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফাঁকা শহরে ঈদের আমেজে নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৬, ১ এপ্রিল ২০২৫

ফাঁকা শহরে ঈদের আমেজে নগরবাসী

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা দেখা গেছে শহর। রাস্তায় নেই যানবাহনের ভিড়। ফাঁকা শহরে সড়কে ঘুরতে বের হয়ে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। 

মঙ্গলবার (১ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

অন্যান্য দিনের তুলনায় শহরের রাস্তায় মানুষের ভীড় দেখা যায়নি। ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের বাসায়, পার্কে ঘুরতে যাওয়া মানুষদের স্বাচ্ছন্দ্যে চলাচল করতে দেখা গেছে সড়কে।

এছাড়াও শহরের রাসেল পার্ক, এডভেঞ্চার ল্যান্ড ও চৌরাঙ্গি পার্কে ঘুরতে আসা মানুষের ভিড় দেখা গেছে। ঈদের দিন পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঘুরতে এসেছেন অনেকে। 

পঞ্চবটী এলাকার এডভেঞ্চার ল্যান্ড পার্কে ঘুরতে আসা ইবনুল হাসান জানান, চাষাঢ়া থেকে পঞ্চবটী দশ মিনিটে এসেছি। ঈদের ছুটির কারণে শহরে মানুষ কম। তাই শহরে যানজট আগের মত নেই।