বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাজারে এসেছে কাঁচা আম, কেজিতে সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ১ এপ্রিল ২০২৫

বাজারে এসেছে কাঁচা আম, কেজিতে সেঞ্চুরি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বাজারে কাঁচা আম আসতে শুরু করেছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় কাঁচা আমের দাম কিছুটা বাড়তি দেখা গেছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জের মাসদাইর বাজার এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় বেশ কয়েকটি দোকানে মৌসুমের প্রথম কাঁচা আম বিক্রি করতে দেখা যায়। বাজারে প্রতি কেজি কাঁচা আম একশো টাকা দরে বিক্রি হচ্ছে। 

বিক্রেতারা জানান, আমের মৌসুম কেবল মাত্র শুরু হচ্ছে। সরবরাহ এখন কম। তাই আমের দাম একটু বেশি।