
ফাইল ছবি
নারায়ণগঞ্জে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করছে নগরবাসী। তবে চলমান তাপপ্রবাহের ফলে ঘুরতে বের হওয়া মানুষদের ভোগান্তি পোহাতে হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
শহরের রাসেল পার্কে ঘুরতে আসা ফাহিম জানান, ঈদের ছুটি তাই পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। কিন্তু বাইরে প্রচুর গরম। তাই একটু তারাতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি।
এদিকে গরম তীব্র হওয়ায় শহরের বিনোদন কেন্দ্রগুলোর আশেপাশে শরবত ও আখের রসের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভীড় দেখা গেছে। ভ্যানগাড়িতে অস্থায়ী দোকান তৈরি করে আখের রস ও নানান রকমের শরবত বিক্রি করছেন তারা।
রাসেল পার্কের আখের রস বিক্রেতা জামাল জানান, গরম পড়তে শুরু করেছে। ঈদের ছুটিতে এখানে অনেকে আসে। তাই এখানে বসেই বিক্রি করছি।