বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ২ এপ্রিল ২০২৫

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ শহরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক, এডভেঞ্চার ল্যান্ড পার্ক ও খানপুর চৌরঙ্গী পার্ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় বিনোদন কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছে মানুষ। কেউ আবার পরিবারের সদস্য কিংবা বন্ধু বান্ধবের সাথে বাইরে খেতে এসেছেন। ছুটির সময় হওয়ায় অন্যান্য সময়ের চেয়ে এদিন বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় বেশি দেখা গেছে। 

শহরের সিটি পার্কে বেড়াতে আসা আফজাল জানান, ঈদের সময় ছাড়া পরিবারকে সময় দেয়া হয় না। এখন ছুটি, কোন কাজ নেই তাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে এসেছি।