
খানপুর ৩০০ শয্যা হাসপাতাল
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় দেখা গেছে।
রোববার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় হাসপাতালের রিসিপশন ও ডাক্তারের কেবিনগুলোতে রোগীদের দীর্ঘ সারি দেখা গেছে। দিনব্যাপী হাসপাতালে রোগীদের এই ভিড় ছিল। রোগীদের সেবায় দিনভর ব্যাস্ত সময় পার করেন চিকিৎসকরা।
হাসপাতালে আসা রোগীরা জানান, ঈদের ছুটিতে ডাক্তার দেখাতে আসেননি তারা। সেসময় হাসপাতালের আউটডোর বন্ধ ছিল। তাই গুরুতর অসুখ না হওয়ায় ঈদের ছুটির পরেই ডাক্তার দেখাতে এসেছেন রোগীরা।
হাসপাতালের তত্তাবধায়ক ডা. আবুল বাশার জানান, প্রায় দেয় হাজার টিকেট আজ আউটডোর থেকে বিক্রি হয়েছে। অতিরিক্ত চাপ থাকলেও আমরা সুন্দরভাবে সব সামাল দিয়েছি।