সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৮, ৭ এপ্রিল ২০২৫

মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান 

মীর জুমলা সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার সংলগ্ন মীর জুমলা সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় সড়ক দখল করে দোকান বসানোর অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির।

অভিযানে মীর জুমলা রোডের দুই পাশে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ সবজি বাজার, দোকান পাট উচ্ছেদ করা হয়। রাস্তার দুইপাশ থেকে অবৈধ দোকান ও বাজার সরিয়ে দেয়া হয়। এসময় তিনটি পৃথক মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।