মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হলগুলোতে বরবাদে মজেছে সিনেমাপ্রেমীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ৭ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে হলগুলোতে বরবাদে মজেছে সিনেমাপ্রেমীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরের ছুটিতে হলগুলোতে সিনেমা দেখতে আসা মানুষের ঢল দেখা গেছে। হলের দর্শনার্থীদের কাছে এবারের মূল আকর্ষণ ছিল শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ।

নারায়ণগঞ্জের সিনেমা হল কর্তৃপক্ষরা জানায়, এবছর ঈদ উল ফিতরের হলগুলোতে ছবি দেখতে আসা মানুষের ভিড় বেশি ছিল। অন্যান্য সময়ের তুলনায় ঈদের ছুটিতে এমনিতেই মানুষ হলে বেশি আসে। তবে এবার অতীতের যেকোন সময়ের চেয়ে ব্যাবসা ভাল হয়েছে সিনেমা হল গুলোতে। 

এদিকে এবছর ঈদ উল ফিতরে বেশ কয়েকটি ছবি মুক্তি পেলেও ঈদে সিনেমাপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খানের বরবাদ সিনেমা।

শহরের মেট্রোহলে সিনেমা দেখতে আসা সাদিদ আহমেদ খান বলেছেন, আমরা বরবাদ সিনেমা দেখতে এসেছি। মুভি ভাল লেগেছে। তবে হলের পরিবেশ আরেকটু ভাল হলে ভাল হত।