
কেএফসি রেস্টুরেন্টের সামনে পুলিশ মোতায়েন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় কেএফসি রেস্টুরেন্টসহ বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ব্যাবসায় প্রতিষ্ঠানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় শহরের নিতাইগঞ্জ এলাকায় কোকাকোলার ডিস্ট্রিবিউটকে হুমকি ধামকি দেয়ার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির।
প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত হচ্ছে পুলিশ।
এদিকে সকাল থেকেই শহরের বালুরমাঠ এলাকার প্যারাডাইজ কেবল বিল্ডিংয়ের সামনে পুলিশ সদস্যদের দেখা গেছে। সকাল থেকেই নারায়ণগঞ্জের কেএফসি বন্ধ রাখতে দেখা গেছে।
এছাড়াও শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার, কালীরবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রেস্টুরেন্টে কিংবা ব্যাবসা প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীরা যেন হামলা ভাংচুর চালাতে না পারে সেজন্য পুলিশ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে।
এর আগে গতকাল ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শেষে কয়েক জায়গায় ইজরায়েলি পন্য বিক্রির অভিযোগে রেস্টুরেন্ট ও শোরুমে হামলা ও ভাংচুর চালানো হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, কোন দুষ্কৃতকারী যেন কোন অঘটন ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক আছে। কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমাদের কাছে যেসকল জায়গা ঝুকিপূর্ণ মনে হয়েছে আমরা সেসকল জায়গায় অগ্রিম নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশে আমরা পুলিশ মোতায়েন করেছি। শহীদ মিনার এলাকা, কালীরবাজার, নিতাইগঞ্জসহ প্রায় পুরো শহরেই পুলিশ টহল দিচ্ছে। সকালে নিতাইগঞ্জের কোকাকোলার ডিস্ট্রিবিউটরকে হুমকি ধামকি দেয়ার সময় হাতেনাতে চারজনকো আমরা আটক করেছি।