
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নস্থ মহাতীর্থ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্রনদে সনাতনীদের পাপ মোচনের অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হয়েছে। চলতি মাসের গত ৪ ও ৫ই এপ্রিল ২০২৫ ইং তারিখে স্নানোৎসব হয়। নারায়ণগঞ্জ ও বন্দর উপজেলা প্রশাসনের পাশে ছিল স্নানোৎসব উদযাপন ফ্রন্ট। এই স্নানোৎসব কে কেন্দ্র করে পুরো লাঙ্গলবন্দ তীর্থস্থান জুড়ে অক্লান্ত পরিশ্রম করেছে স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা।
গতকাল ৮ই এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় কে বৃক্ষ ও হস্তশিল্পের চিত্র উপহার দিয়ে স্নানোৎসব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে।
শুভেচ্ছাকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের মন টাকে বড় করতে হবে। সবাই মিলে কাজের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। কিছু মানুষের জন্ম হয়েছে কাজ না করে পেছনে থেকে সমালোচনা করার। যারা এ স্নানোৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আমরা ভাবছি তাদেরকে সম্মাননা দিব। জেলা প্রশাসক মহোদয় স্নানোৎসব উদযাপন ফ্রন্ট কে ধন্যবাদ দেন।
স্নান কমিটির উপদেষ্টা ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, সনাতনী সমাজে শৃঙ্খলা ফেরাতে গঠনমূলক কাজ করতে হবে। ছোটবড় সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবেই সামাজিক সংগঠনের সুফল সমাজের মানুষ ভোগ করতে পারবে।
স্নানোৎসব কমিটির উপদেষ্টা শংকর সাহা বলেন, নবীন প্রবীন মিলে সমাজের জন্য কাজ করলে সমাজ টা অনেক সুন্দর হবে। থাকবে না ভেদাভেদ বৈষম্য।
স্নান কমিটির উপদেষ্টা ও স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সমাজে কাজের প্রতিযোগিতা টা যেন সকলের অংশগ্রহণ মূলক হয় এবং ধর্মীয় প্রতিযোগিতা যেন না হয়। আমরা সামাজিক জীব এ সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। ইতিহাস ঐতিহ্যের এই সম্প্রীতির বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
স্নান কমিটির উপদেষ্টা ও জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট রাজিব মন্ডল বলেন, আমরা মাঠে আছি সৃষ্টিকর্তা চাইলে আমরাই মাঠে থাকব। আমরা কাজ করে সততা দিয়ে সমাজে সামাজিক সংগঠনের গুরুত্ব প্রমাণ করে দিব।
শুভেচ্ছা বিনিময়কালে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্ট নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খোকন সাহা, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রণজিৎ দে, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক জনি ভৌমিক, দপ্তর সম্পাদক রিপন দাসসহ প্রমুখ।