
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় এবছর ১৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় কেন্দ্রে শিক্ষার্থীদের অবাধে যাতায়াত ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এসকল এলাকায় কোন ধরনের জটলা, মিছিল, মিটিং করা যাবে না। এসকল এলাকায় কোন অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাঘুরি করা যাবে না৷ এসকল এলাকায় শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোন কাজ করা যাবে না। পাশাপাশি এসকল এলাকায় কোন হর্ণ কিংবা মাইক ব্যাবহার করা যাবে না।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।