রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১১, ১০ এপ্রিল ২০২৫

পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে : ডিসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সুন্দর ভাবে পরীক্ষা হচ্ছে। আমি ইতিমধ্যে দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা দেখেছি পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তারা বলছে প্রশ্ন সুন্দর হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। মোট ৪৮টি কেন্দ্রে ৩৩ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে৷ পরীক্ষায় যেন স্বচ্ছতা বজায় থাকে সেজন্য বোর্ড কোন সেট প্রশ্নে পরীক্ষা হবে তা মাত্র আধাঘন্টা আগে আমাদের জানিয়ে থাকে। আমাদের জানানোর পর আমরা সংশ্লিষ্ট কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে জানাই। এখান থেকে আমরা এটা মনিটরিং করি। 

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। অনেকগুলো সেট। কোন সেটে পরীক্ষা হবে আমরাও জানি না। সুতরাং এটার কোন সম্ভাবনা নেই। পরীক্ষা দিয়েই ভাল রেজাল্ট করতে হবে। আমরা পরিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি।