রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে চাষাঢ়া থেকে রেলগেটে ৫টি পয়েন্টে ১৬ টি সিগন্যালে থামতে হয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩২, ১০ এপ্রিল ২০২৫

না.গঞ্জে চাষাঢ়া থেকে রেলগেটে ৫টি পয়েন্টে ১৬ টি সিগন্যালে থামতে হয়

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল চাষাঢ়া পর্যন্ত সীমাবদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন অনেকে। একটি সড়কের ওপর নির্ভর করে গড়ে ওঠা শহরে ট্রেনের সিগন্যালের কারণে যান চলাচল ব্যাহত হয়। এর ফলে শহরে যানজট সৃষ্টি হয়। 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনটি চাষাঢ়া পর্যন্ত সীমাবদ্ধ করা হলে এই যানজট অনেকটা কমে আসবে। চাষাঢ়া থেকেই ট্রেনটি ঘুরিয়ে ঢাকা চলে যেতে পারবে। ফলে শহরের সিগন্যাল গুলোতে আর যানবাহনকে থামতে হবে না।

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ২ নং রেলগেট কেন্দ্রীয় রেলওয়ে ষ্টেশন পর্যন্ত ৫ টি সিগন্যাল রয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বালুরমাঠ, গলাচিপা, ২ নং রেলগেট ও ফলপট্টি এলাকায় এই সিগন্যালগুলে পরে। প্রতিদিন ১৬ বার ট্রেনটি যাতায়াত করায় ১৬ বার এসব যায়গায় সিগন্যাল পড়ে। এতে করে যানজট বাড়ে।

ট্রেনটি চাষাঢ়া পর্যন্ত সীমাবদ্ধ করা হলে অহেতুক শহরের যানচলাচল আর বাধাগ্রস্থ হবে না। এছাড়াও দুই নং রেলগেট এলাকায় সড়ক আরও প্রশস্ত করা যাবে যার ফলে যানচলাচল নির্বিঘ্ন হবে।

এছাড়াও দুই নং রেলগেট থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত রেললাইনের জায়গায় বিকল্প সড়ক তৈরি করা যেতে পারে। এর ফলে বঙ্গবন্ধু সড়কের ওপর যানবাহনের যে অতিরিক্ত চাপ তা অনেকটাই কমে আসবে।