রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা নদী: দূষণের কারণে পরিবেশ বিপর্যয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪১, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪৯, ১২ এপ্রিল ২০২৫

শীতলক্ষ্যা নদী: দূষণের কারণে পরিবেশ বিপর্যয়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঐতিহাসিক শীতলক্ষ্যা নদী বর্তমানে ভয়াবহ দূষণের শিকার। একসময় প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত এই নদী আজ পরিবেশগত বিপর্যয়ের মুখে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিল্প-কারখানার বর্জ্য, অপ্রতিবন্ধিত আবর্জনা ও দূষিত পানি নদীর পানিতে মিশে এই বিপর্যয় সৃষ্টি করছে।

দূষণের কারণ শীতলক্ষ্যা নদীর দূষণের মূল কারণ হচ্ছে, স্থানীয় বিভিন্ন শিল্প-কারখানার রাসায়নিক বর্জ্য নদীতে নিষ্কাশন। বিশেষ করে, তামাক, কেমিক্যাল এবং অন্যান্য শিল্পবর্জ্য নদীতে ফেলা হচ্ছে অবাধে, যার ফলে নদীটির পানি আজ কালো এবং দুর্গন্ধময় হয়ে উঠেছে।

এ ছাড়া, নগরীর পৌরসভার অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ ডাম্পিংও এই দূষণের জন্য দায়ী। নদীর পাড়ে অবস্থিত নানা অবকাঠামো এবং কল-কারখানাগুলোর নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো না থাকায়, দূষিত পানি সরাসরি নদীতে মিশে যাচ্ছে।

প্রভাবশীতলক্ষ্যার দূষণ শুধু পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং স্থানীয় জনগণের জীবনযাত্রার ওপরও বিরূপ প্রভাব ফেলছে। নদীর পানি ব্যবহারের কারণে স্থানীয়রা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে, ত্বকজনিত সমস্যা, পেটের অসুখ এবং শ্বাসকষ্টের মতো রোগ বেড়ে গেছে।

এ ছাড়া, নদীর তলদেশে বিষাক্ত বর্জ্য জমে থাকার কারণে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হয়ে গেছে, যার ফলে স্থানীয় মৎসজীবীদের জীবনও বিপর্যস্ত।

স্থানীয়দের অভিযোগস্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, "শীতলক্ষ্যা নদী একসময় আমাদের জীবনের অঙ্গ ছিল, কিন্তু আজকে এর অবস্থা এমন যে, নদীটির পানি সরাসরি ব্যবহার করা সম্ভব নয়। নদীকে রক্ষা করতে হলে জরুরি পদক্ষেপ নিতে হবে।"

নদীটি পরিস্কার করার জন্য বহুবার নাগরিক সংগঠনগুলো ও পরিবেশবাদী সংগঠনগুলো আন্দোলন শুরু করলেও, সঠিকভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন।

প্রতিবাদ এবং ব্যবস্থাএ পরিস্থিতিতে শীতলক্ষ্যা নদীকে রক্ষা করার জন্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, সরকারি সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেয়া হলেও, তাতে কার্যকর ফল দেখা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে যাতে দূষণ কমানো যায় এবং নদীর স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব হয়।

সতর্কীকরণবিশেষজ্ঞরা সতর্ক করছেন, "যদি শীতলক্ষ্যা নদীর দূষণ অব্যাহত থাকে, তবে তা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। নদীটির স্বাভাবিক প্রবাহ এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।"