রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পহেলা বৈশাখকে ঘিরে ব্যাস্ত কারুশিল্পীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৩, ১২ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে পহেলা বৈশাখকে ঘিরে ব্যাস্ত কারুশিল্পীরা

পহেলা বৈশাখে শোভাযাত্রা উপলক্ষে শেষ মুহুর্তের প্রস্তুতি

নারায়ণগঞ্জে পহেলা বৈশাখে শোভাযাত্রা উপলক্ষে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জের চারুকলা ইনিস্টিউটে ব্যাস্ত সময় পার করছেন কারু শিল্পীরা। আগামী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা ইনিস্টিউট থেকে শোভাযাত্রা বের হবে।

শনিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের চারুকলা ইনিস্টিউটে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় চারুকলা ইনিস্টিউটের বিভিন্ন কক্ষে শোভাযাত্রা উপলক্ষে রঙ-বেরঙের মুখোশ তৈরি করতে দেখা গেছে। বাঘ, প্যাঁচা, ফল, রাজা, রানীসহ নানান রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা তৈরি করছেন চারুকলার শিক্ষার্থীরা। 

চারুকলা ইনিস্টিউটের শিক্ষার্থীরা জানান, প্রতিবছরের মত এবারও পহেলা বৈশাখে নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউট থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার জন্য আমরা নানা রকমের মুখোশ তৈরি করেছি ও ছবি এঁকেছি। এর মাধ্যমে বাংলার সংস্কৃতির নানান অনুষঙ্গ ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।