রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ট্রাকে বাসে ট্রেনে চড়ে দলে দলে ঢাকার পথে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৫, ১২ এপ্রিল ২০২৫

ট্রাকে বাসে ট্রেনে চড়ে দলে দলে ঢাকার পথে

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

ঢাকায় ফিলিস্তিনের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে আয়োজিত লংমার্চ কর্মসূচিতে যোগ দিতে নারায়ণগঞ্জ থেকে সড়কপথে ও রেলপথে ঢাকা যাচ্ছে হাজারো মানুষ। 

শনিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ও সাইনবোর্ড এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে বাস, প্রাইভেট কার ও ট্রাকে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হতে দেখা গেছে। অনেকে সাইনবোর্ড এলাকা থেকে মিছিল নিয়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছেন। 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে লংমার্চে যোগ দিতে আসা রাব্বি খান জানান, আমরা সাইনবোর্ড পর্যন্ত লেগুনায় করে এসেছি। এখান থেকে বাস, ট্রাক যা পাই তা নিয়েই ঢাকা প্রবেশ করবো। পরে সেখান থেকে মিছিল নিয়ে লংমার্চে যাবো।

এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জের রেলস্টেশনে লংমার্চে যোগ দিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। হাজার হাজার মানুষ ট্রেনের ভেতরে ও ছাদে করে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হচ্ছেন। কমলাপুর রেলস্টেশনে নেমে সেখান থেকে মিছিল নিয়ে লংমার্চে যোগ দিবেন বলে জানান তারা।