
মার্চ ফর ইউনূস কর্মসূচি
নারায়ণগঞ্জে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে বহাল রাখার দাবিতে এবং দেশে সংস্কার বাঁচাতে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যানারে এই মার্চ ফর ইউনুস কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, যে স্লোগানে সারা বাংলাদেশ জেগে উঠেছিল ‘আমার ভাই মরলো কেন জবাব চাই থেকে একদফা অব্দি যে গেইম হয়েছিল’ সেই আওয়াজ ওঠানোর জন্য বুক পেতে মরে যেতেও রাজি আছি। বাকিটা আপনারা দেখে নিয়েন। এক দফা অব্দি পৌঁছে দিয়েন। এবার ঢাকা ইউনিভার্সিটি না, এবার নারায়ণগঞ্জ থেকে শুরু হবে গণজোয়ার।
তারা আরও জানান, আমাদের দাবী দুটো। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সংস্কার অব্দি সরকার রক্ষা করতে হবে। আসিফ, নাহিদ, সার্জিস দরকার নাই। শুধুমাত্র ড. ইউনুস সরকারে বহাল থাকুক এটাই চাই। স্বৈরাচার মানি নাই আগামীতেও মানবো না। এই দেশ আমরা উদ্ধার করেছি আমরাই বহাল রাখবো।