
আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা প্রত্যাশা করি তারা যে লক্ষ্য ও উদ্দ্যেশ্য নিয়ে এ আন্দোলন করেছিল আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলেই তাদের এই আত্মত্যাগ স্বার্থক হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করবো৷ আমরা সবসময় শহীদের পরিবারের পাশে আছি, তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করবে।
বুধবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের বীর সন্তানদের পরিবারের সদস্যবৃন্দ। আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখি। যারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় রক্ত দিয়েছেন। যারা গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমার বীর সন্তানেরা এই নতুন বাংলাদেশ সৃষ্টিতে যে ভূমিকা রেখেছে, তাদের জন্য আমরা যত আয়োজনই করি না কেন, তা হবে অতি নগন্য। যে মা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার বোন হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে৷ আমরা কোন কিছু দিয়েই তাদের মন জয় করতে পারবো না।