মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভিক্টোরিয়ার পরিত্যক্ত ভবন অপসারণ ও ওয়ার্ডসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

না.গঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৪, ২০ এপ্রিল ২০২৫

না.গঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন

নারায়ণগঞ্জে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

জেলার অন্যতম প্রধান এই হাসপাতালটিকে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) হাসপাতাল পরিদর্শন করেন তিনি। 

এসময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন এবং দ্রুত হাসপাতালের একটি পরিত্যক্ত ভবন অপসারণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ওয়ার্ডসমূহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন ডিসি।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে ভিক্টরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা, সেবার মান এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্য বাস্তবায়িত হবে।

সেবাগ্রহীতাদের জন্য হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন ডিসি। পাশাপাশি হাসপাতালকে একটি নতুন, সুগঠিত ও আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।