
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাদের মধ্যেও অসাধারণ প্রতিভা রয়েছে, যা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানো সম্ভব।
মঙ্গলবার (২২ এপ্রিল) ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, সূর্যের যেমন তাপ না থাকলে তার মূল্য নেই, সাগরের যেমন ঢেউ না থাকলে সৌন্দর্য নেই তেমনি মানবতাহীন মানবজীবনেরও কোন মূল্য নেই।
তিনি আরও বলেন, এই আয়োজন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল মানবতা, সহানুভূতি ও সামাজিক অন্তর্ভুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়বে।
এর আগে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অটিজম পরিবারের সদস্য ও সাধারণ জনগণ।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। জেলা প্রশাসক ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার তুলে দেন।