
রাজউকের নারায়ণগঞ্জ জেলা শাখার ভবন উদ্বোধন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকার যানজট নিয়ে আমরা কাজ করতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে রাস্তাগুলো কীভাবে বড় করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। ঢাকায় পারলে আমরা নারায়ণগঞ্জেও পারবো। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে। কারও বাড়িঘর ভাঙা আমাদের উদ্দেশ্যে নয়। আমরা একটা বাসযোগ্য নারায়ণগঞ্জ শহর চাই।
সোমবার (২৮ এপ্রিল) শহরের খানপুরে রাজউকের নারায়ণগঞ্জ জেলা শাখার ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। ব্যবসায়ের দিক থেকে এটাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। কিন্তু নারায়ণগঞ্জের আজকের যে অবস্থা এর জন্য আমরা সবাই দায়ী। রাজউক, সিটি করপোরেশন, প্রশাসন সবাই। আর দায়ী এই এলাকাবাসী, তারা জানে না। এর দায়িত্ব সবাইকে নিতে হবে, কাউকে একা দায় দেওয়া যাবে না।
তিনি বলেন, আমরা এতদিন বলতাম আমরা তিলোত্তমা ঢাকা শহর দেখতে চাই। আমরা রাজধানী ডিজিটাল, স্মার্ট দেখতে চাই। আমরা বলি বাসযোগ্য নগরী চাই। আন্ডার কনস্ট্রাকশন ভবনের জন্য জিরো টলারেন্স, যে ভবনগুলো হয়ে গেছে সেগুলো কী করা যায় সেজন্য একটা নীতিমালা হচ্ছে। যেগুলো রানিং সেগুলোতে কোনো ছাড় নেই।