বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ জেলা প্রশাসনের হাসপাতাল উন্নয়ন বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৯, ২৯ এপ্রিল ২০২৫

না.গঞ্জ জেলা প্রশাসনের হাসপাতাল উন্নয়ন বিষয়ক সভা

হাসপাতাল উন্নয়ন বিষয়ক সভা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন সিটি কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যেই ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে। তিনি এই দুইটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে নতুন করে সাজিয়ে তুলতে সকলকে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় সভায় জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।