বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল, না.গঞ্জে চিন্তায় ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৩, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকায় রুফটপ রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল, না.গঞ্জে চিন্তায় ব্যবসায়ীরা

প্রতীকী ছবি

ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে রুফটপ রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলের খবরের পর নারায়ণগঞ্জের রুফটপ রেস্টুরেন্টের ব্যাবসায়ীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। ধারনা করা হচ্ছে নারায়ণগঞ্জেও এসকল রুফটপ রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিতে পারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায় সিটির আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ৩ মার্চ নারায়ণগঞ্জে রুফটপ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ারসার্ভিসের কর্মকর্তারা। সেসময় অগ্নিঝুঁকির কারণে এসকল রেস্টুরেন্টকে সতর্ক করার পাশাপাশি বেশ কয়েকটি রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে আবারও এসকল রেস্টুরেন্ট কার্যক্রম শুরু করে।