মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অভিযোগ পেলেই ব্যবস্থা, চাঁদাবাজি নেই : না`গঞ্জ এসপি

প্রকাশিত: ০৩:৪৩, ২৫ জুলাই ২০২০

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

অভিযোগ পেলেই ব্যবস্থা, চাঁদাবাজি নেই : না`গঞ্জ এসপি

ঢাকা সিলেট কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাঁদাবাজি কিংবা কোথায় গরুর রশি ধরে টানাটানির সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবেনা। ইতোমধ্যে আমরা একটি হাট বন্ধ করে দিয়েছি অভিযোগ পেয়ে। 

শুক্রবার (২৪ জুলাই) আলাপকালে এসব কথা জানান বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, গত পরশু আমরা গোগনগর ইউনিয়নের ৬ নাম্বার হাটে ব্যাপারীদের ইচ্ছার বাইরে গিয়ে তাদের গরু জোরপূর্বক একটি হাটে নামানোর অভিযোগ পাই। পরে সেটি যাচাই করে তাৎক্ষনিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং হাট বন্ধ করে দিয়েছি। এ ধরনের কাজ যেন আর না হয় সে ব্যাপারেও সতর্ক আছে পুলিশ।

এসপি জানান, পুরো জেলা, সড়কপথ নদীপথ সকল স্থানে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা গরুর রশি টানাটানির কোন সংবাদ নেই। ঈদ পর্যন্ত মহাসড়ক ও নদীপথে কঠোর নজরদারি থাকবে পুলিশের। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে জাল টাকা, চুরি ছিনতাই, ডাকাতি রোধে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। 

নারায়ণগঞ্জ পোস্ট