মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় আরেক মামলা, গ্রেফতার ১০ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১৫, ৩ সেপ্টেম্বর ২০২২

পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় আরেক মামলা, গ্রেফতার ১০ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলা ও বিষ্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। রিমান্ড শুনানি রোববার অনুষ্ঠিত হবে।  

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের ঘটনায় নিহত শাওনের ভাই মিলন প্রধান বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।