শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে পুলিশের মামলায় ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯শ আসামি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪১, ৩ সেপ্টেম্বর ২০২২

না.গঞ্জে পুলিশের মামলায় ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯শ আসামি 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, পুলিশের উপর হামলা, ভাংচুর, কাজে বাধার অভিযোগে এনে সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও আটশ থেকে নয়শ জনকে আসামি করা হয়। 

তবে তদন্তের স্বার্থে তিনি এজাহারনামীয় কোন আসামির নাম প্রকাশ করেননি।