বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক নিয়ন্ত্রণে যা করা প্রয়োজন আমরা তাই করবো : এসপি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৬, ২৯ অক্টোবর ২০২২

মাদক নিয়ন্ত্রণে যা করা প্রয়োজন আমরা তাই করবো : এসপি 

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমি মাদক ইস্যুতে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আজ এখান থেকে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদক নিয়ন্ত্রণে যা করা প্রয়োজন আমরা তাই করবো। পুলিশের কোন সদস্য যদি মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তার চাকরি থাকবে না। 

শনিবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন এসপি।

তিনি বলেন, আমরা সবসময় কমিউনিটি বেইজড্ পুলিশিং করতে চেয়েছি। বঙ্গবন্ধু বলেছিলেন প্রতিটি ইউনিয়নে তোমরা পুলিশের সেবা পৌঁছে দেয়ার চিন্তা ভাবনা করো। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কমিউনিটি পুলিশিংয়ের ব্যাবস্থা চালু করতে পেরেছি। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা অনুসরণ করবো। পাশাপাশি আমাদের আরও দুটি সমস্যা আছে। নারী নির্যাতন ও কিশোর গ্যাং। আপনারা জেনে খুশি হবেন আমি এ জেলায় এসে বলেছিলাম আমার কাজ হবে মাদক নির্মূল, কিশের গ্যাং দমন ও ট্রাফিক ব্যাবস্থার উন্নতি। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। কমিউনিটি পুলিশের সাহায্য নিয়েই আমরা কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসেছি।