শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৮, ২৯ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিং ডে

নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, মাদক ব্যবসায়ীরা গ্রেফতারের এক সপ্তাহ পরে আবার ফিরে এসে। এই ফিরে আসাটা হলো আইনের ব্যাপার। আইনটাকে আরো শক্ত করতে হবে।

শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত র‌্যালী শেষে আলোজনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, কমিউনিটি পুলিশের কাছে অনুরোধ করবো এলাকায় এলাকায় ভালো মানুষ দিয়ে পঞ্চায়েত গঠন করুন। ভালো কাজ করতে গেলে ভালো মানুষ দরকার। দলমত কিছু বুজিনা। আমার দলে যদি কোন খারাপ লোক থাকে তাহলে তার ডাবল সাজা হবে। কারন আমরা শেখ হাসিনা কর্মী। শেখ হাসিনার কর্মী হয়ে বঙ্গবন্ধু সৈনিক হয়ে যদি কেউ খারাপ কাজ গুলোকে পশ্রয় দেয় তাহলে আমি মনে করি তার দলে থাকার কোন অধিকার নাই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, কিছুদিন আগে রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আমরা মাদকের বিরুদ্ধে ফাইন করতে গিয়েছি। তারা কিছু মানুষ ঘিরে ফেলে আমাদের। ওই জায়গাটায় কিন্তু কমিউনিটি পুলিশের প্রয়োজন। ওই জায়গার সোসাইটি যদি আমাদের একসেপ্ট করত যে মাদক চলবেনা। এরজন্য যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে আমরা তাদের সহযোগীতা করবো। তাহলে আমাদের কাজ সহজ হয়ে আসবে।

নারায়গঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ওসি মোহাম্মদ রিজাউল হক দিপু, সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রবীর সাহা, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।