আসামিরা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ শেষে হত্যা মামলায় দুইজনের আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
রোববার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের আলীনগর এলাকার ওলিউল্লাহর ছেলে সুমন (৩৪) ও নরসিংদী জেলার পাইচারচর এলাকার ইবুর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিল।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী ৭ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে। পরে এলাকাবাসীর দ্বারা খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনার ভিকটিমের মামা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদলত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।