শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

প্রকাশিত: ০০:৫৯, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

ফতুল্লায় সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

মাঠ কাপানো তুখোড় সাবেক ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ কোর্টের কাছ থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। পুলিশ গাউসের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে দুটি মামলার গ্রেফতারী পরোনা দেখিয়ে একই দিন তাকে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করেন। গ্রেফতারী পরোয়ানা দুটির মধ্যে একটি তিন বছরের সাজার পরোয়ানা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গাউসের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে দুটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। যার মধ্যে একটি তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা। ধারনা করা হচ্ছে বিদ্যুৎ বিল না দেয়ায় তার বিরুদ্ধে বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা করেছিলেন। সেই মামলা একটি বিচারাধীন আরেকটি সাজা হয়েছে। তাকে গ্রেফতারের পর সাথে সাথেই নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

নারায়ণগঞ্জ পোস্ট